গত ২১ নভেম্বর কুনমিংয়ে চায়না-ইন্ডিয়ান ওশান ফোরাম অন ডেভেলপমেন্ট সহযোগিতা অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অনুষ্ঠান শেষে চীনের প্রেস স্টেটমেন্টে উল্লেখ করা হয়, বাংলাদেশসহ ১৯টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। কিন্তু এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস ওয়াকিবহাল নয়। অর্থাৎ বাংলাদেশ সরকারের কোনও প্রতিনিধি ওই অনুষ্ঠানে অংশ নেয়নি।
বাংলাদেশের পক্ষ থেকে কেউ অনুষ্ঠানে অংশ নিয়েছিল কিনা সে বিষয়ে খোঁজ করা হলে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক কেএম আজম চৌধুরি বিশেষজ্ঞ হিসেবে চীনের আমন্ত্রণ পাওয়ার পরে অনলাইনে অনুষ্ঠানে যোগ দেন। এ বিষয়ে জানতে চাইলে আজম চৌধুরি বলেন, এটি মূলত বিশেষজ্ঞদের অনুষ্ঠান ছিল। এখানে সুনীল অর্থনীতি বিষয়ে প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
গবেষক হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জানিয়ে তিনি বলেন, আমি একাই (বাংলাদেশ থেকে) অংশ নিয়েছি। আমি আর কাউকে দেখিনি। অনুষ্ঠানটি অনলাইনে হয়েছে। কী বিষয়ে আলোচনা করেছেন জানতে চাইলে তিনি বলেন, আমি বললাম যে আমাদের অঞ্চলটি দুর্যোগপ্রবণ এবং সমুদ্র-সংক্রান্ত অনেক দুর্যোগ হয়ে থাকে। এ অবস্থায় ধনী দেশগুলো যদি আমাদের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেয় তবে আমাদের গবেষণাগুলো কাজে লাগবে। একটি প্রস্তাব এসেছে যে ব্লু ইকোনমি থিঙ্ক-ট্যাঙ্ক তৈরি করা। এটির বিষয়ে কথা হয়েছে বলে তিনি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সরকারের প্রতিনিধিত্ব করতে পারে না জানিয়ে তিনি বলেন, আমি দেশের প্রতিনিধিত্ব করিনি। এখানে সুনীল অর্থনীতি নিয়ে কথা হচ্ছে। সেখানে বিশেষজ্ঞ হিসাবে যে কেউ অংশগ্রহণ করতে পারেন।
এ বিষয়ে সরকারের একটি সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে জানে না। প্রেস স্টেটমেন্টে উচ্চ পর্যায়ের প্রতিনিধির অংশগ্রহণের কথা উল্লেখ আছে এবং এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অন্য দেশ থেকে কী ধরনের প্রতিনিধিত্ব ছিল, এটি বলতে পারবো না। তবে বাংলাদেশ সরকারের পক্ষে কেউ অংশগ্রহণ করেনি।
চায়না-ইন্ডিয়ান ওশান ফোরাম অন ডেভেলপমেন্ট সহযোগিতা অনুষ্ঠানটি আয়োজন করেছে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিডকা) এবং ইউনান প্রদেশের সরকার। সিডকার চেয়ারম্যান লু ঝাওহুই এবং ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো উদ্বোধনী বক্তব্য রাখেন। সূত্র : বাংলা ট্রিবিউন