নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২২-২৩ সালের নতুন কমিটির অভিষেক ও ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২ | ০৩:০৬ অপরাহ্ণ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ | ০৩:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২২-২৩ সালের নতুন কমিটির অভিষেক ও ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠিত

নিউইয়র্ক : গত ১০ ডিসেম্বর শনিবার রাতে ওয়াল্ডস ফেয়ার মেরিনায় নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইনভেস্টমেন্ট এর সি ই ও এবং লায়ন্স ক্লাবের ডিরেক্টর লায়ন নুরুল আজিম। কি নোট স্পিকার হ্যারাবেল জাজ পী ডি জি এন্থনি প্যারাডিসো, গেস্ট অফ ওনার হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক এস্টেট ডিস্ট্রিক্ট ৩৮ অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার। এন ওয়াই পি ডি ১১৫ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার ও ডেপুটি ইন্সপেক্টর জামিল এস তাহেরী, নিউ ইয়র্ক মেয়র অফিসের এশিয়ান উপদেষ্টা লায়ন ফাহাদ সোলাইমান, কুইন্স ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউ ইয়র্কের ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন রেমন্ড স্মিথ ও সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন টেরি পালদিনী, নিউ ইয়র্ক ফিল-এম লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন নানা লোজাডা স্মিথ, এম ডি ২০ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন চেয়ার পিডিজি লায়ন লরি ই রিগার, ডিলিংস ডিস্ট্রিক্ট ২০-আর ২ পিডিজি মেদাদি সি, আমাদু সি, পিডিজি সিড বউমগার্টেন, পিডিজি লোরেটা উউ, লায়ন্স ডিস্ট্রিক্ট ট্রেজারার লায়ন অস্কার। লায়ন্স রিজিওনাল চেয়ার পার্সন লায়ন আসেফ বারী, কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কমিউনিটি কোঅর্ডিনেটর রোকেয়া আখতার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি প্রেসিডেন্ট ফকরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট ব্যাবসায়ী বিলাল চৌধুরী, ফোবানা ভাইস প্রেসিডেন্ট লায়ন কাজী আজম, ফোবানা ২০১৯ মেম্বার সেক্রেটারি লায়ন ফিরোজ আহমেদ, আমেরিকান বাংলাদেশ সোসাইটি ভাইস প্রেসিডেন্ট আমিন মেহেদী, ডাঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সোসাইটির কালচারাল সেক্রেটারি ডাঃ শাহনাজ লিপি, নজরুল একাডেমী ইউ এস এ ইনকের সাঃ সম্পাদক শাহ আলম দুলাল, লায়ন্স পাস্ট প্রেসিডেন্ট মুহাম্মদ সায়ীদ, মোঃ শাহ নেওয়াজ ও লায়ন মোঃ মতিউর রহমান। প্যাসিফিক গ্রুপ সি ই ও লায়ন মো খালেক, শাকিল চৌধুরী, ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রেসিডেন্ট মুস্তাফা কামাল মিল্টন, লিবার্ট রেনোভেশন প্রেসিডেন্ট লায়ন মোঃ আজাদ, আশা হোম কেয়ার চেয়ারম্যান লায়ন ইঞ্জি: আকাশ রহমান, বিশিষ্ট চিকিৎসক ডাঃ চৌধুরী এস হাসান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন এর সাঃ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান। সি পি এ মুহাম্মদ চিশতী, লায়ন গোলাম সারওয়ার, চৌধুরী সারওয়ার সি পি এ, মাসুদ আর তপন, সি ই ও সন্মান গ্রুপ, মাকসুদ চৌধুরী, সেলিম ইব্রাহিম।

সাংবাদিকদের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি ছিলেন পরিচয় সম্পাদক নাজমুল আহসান, টাইম টিভি সি ই ও আবু তাহের, জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, প্রবেশ সম্পাদক মোহাম্মদ সায়ীদ, আজকাল প্রতিনিধি আবু বকর সিদ্দিক, মনোয়ারুল ইসলাম, চ্যানেল আই পরিচালক রাশেদ আহমেদ, এ টি এন টিভির কানু দত্ত, বাংলাদেশ প্রতিনিধির মোহাম্মদ কাশেম, মিলিনিয়াম টিভির ইঞ্জি: মুহাম্মদ খালেক, ঠিকানা নির্বাহী সম্পাদক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। প্রথ্যম আলোর মোঃ মনজুর। আই বি টিভি প্রতিনিধি মোঃ হাসান। বাংলা ভিশন প্রতিনিধি নিহার সিদ্দিকী।

অনুষ্ঠানে ক্লাব এর সভাপতিকে নিউইয়র্ক এস্টেট অ্যাসেম্বলি ও এসেম্ব্লিউওম্যান জেনিফার রাজকুমার কতৃক প্রক্লামেশন প্রদান করা হয়।

এসেম্ব্লিউওম্যান জেনিফার রাজকুমার ক্লাব এক্সেকিউটিভ কমিটির সবাইকে সাইটেশন প্রদান করেন।নুতুন কমিটির সদস্যদের অভিষেকের পাশাপাশি দশজন নতুন সদস্য লায়ন্স ক্লাবে ইনস্টল করা হয়। ক্লাবের পক্ষ থেকে এসেম্ব্লিউওম্যান জেনিফার রাজকুমারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান উপলক্ষ্যে লায়ন্স ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ব্রায়ান ই শিহান ভিডিও বার্তা প্রেরণ করেন ।

অত্যন্ত সফল এই অনুষ্ঠানের কনভেনার ছিলেন ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন মুনমুন হাসিনা বারী, সদস্য সচিব ক্লাব মেম্বারশিপ সেক্রেটারি লায়ন জে এফ এম রাসেল, চিফ কোঅর্ডিনেটর লায়ন আলমগীর খান আলম ও কোর্ডিনেটর লায়ন মোঃ সাইফুল ইসলাম। সার্বিক সহযোগিতায় লায়ন রকি আলিয়ান, লায়ন ফেমড রকি, লায়ন আসাদ চৌধুরী, লায়ন রুহুল আমিন, লায়ন একে এম এ রশিদ, লায়ন কামরুল মুজুমদার ও ট্রেজারার লায়ন মোঃ মশিউর মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপক আশরাফ হাসান বুলবুল এবং কনভেনার লায়ন রকি আলিয়ান, পাস্ট প্রেসিডেন্ট লায়ন আসিফ বারী ও মোহাম্মদ সায়ীদ। অনুষ্টানের সার্বিক তত্বাবধানে ছিলেন ইন্স্টলেশন অনুষ্ঠান সভাপতি ও ক্লাব সভাপতি লায়ন আহসান হাবীব ও ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ হাসান জিলানী।

নিউ ইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষে কেক কেটে বর্ষ পূর্তি উদযাপন করা হয়।

নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কমিটি’র অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে ‘লায়ন্স’ নামে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়।
রাত ১০টায় নৈশভোজের পাশাপাশি অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় শিল্পী তৃনিয়া হাসান, লায়ন ডেইজি ইয়াসমিন, লায়ন রায়ান তাজ, লায়ন অনিক রাজ্ ও লায়ন তাসকিন আহমেদ সঙ্গীত পরিবেশন করেন। জনপ্রিয় সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ সঙ্গীত পরিবেশনের জন্য মঞ্চে আরোহন করলেও শেষ পর্যন্ত সঙ্গীত পরিবেশন করেন নি। অভিমানের সুরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে তিনি মঞ্চ থেকে নেমে পড়েন।

বিশেষ আয়োজনে ছিল নৃতাঞ্জলী ডান্স গ্রুপের নতুন প্রজন্মের বিশেষ নৃত্যানুষ্ঠান। প্রায় মধ্যরাত পর্যন্ত সাংস্কৃতিক পর্বটি উপভোগ করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী। লায়ন্স ক্লাবের এই মিলন মেলায় আড়াই শতাধিক লায়ন্স ও সম্মানিত অতিথি অংশ গ্রহণ করেন। নৈশ ভোজের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন