নিউইয়র্ক     বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্দুকধারীর হামলার ৩ মাস পর চালু হলো টেক্সাসের রব এলিমেন্টারি স্কুল

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ১২:৪৫ অপরাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ১২:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
বন্দুকধারীর হামলার ৩ মাস পর চালু হলো টেক্সাসের রব এলিমেন্টারি স্কুল

বন্দুকধারীর মর্মান্তিক হামলার তিন মাসের বেশি সময় পর চালু হল টেক্সাসের রব এলিমেন্টারি স্কুল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় স্কুলের শিক্ষা কার্যক্রম। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিধিমালা নির্ধারণ করে দিয়েছে প্রশাসন। বিদ্যালয় প্রাঙ্গণের চারদিকে আট ফুট লোহার বেড়া নির্মাণ, সিসিটিভি ক্যামেরা বসানো এবং বুলেট প্রুফ জানালা তৈরি করেছে স্কুল কর্তৃপক্ষ। এছাড়াও নিরাপত্তার কাজে নিয়োজিতদের দেয়া হয়েছে প্রশিক্ষণ। সুরক্ষা নিশ্চিতে জমা রাখা হয়েছে পর্যাপ্ত অস্ত্র ও গুলি।

কর্তৃপক্ষ জানায়, এখনো অনেক শিক্ষার্থীকে ট্রমা থেরাপি নিতে হচ্ছে। মর্মান্তিক এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অস্ত্র নীতি কঠোর করার দাবিও জানিয়েছেন তারা। এর আগে গেল মে মাসে স্কুলটিতে বন্দুকধারীর হামলায় ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষকসহ মোট ২১ জন প্রাণ হারান।
পরিচয়/এমউএ

শেয়ার করুন