নিউইয়র্ক : বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক শাখার কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি ড. হাসান আহমেদ সাধারণ সম্পাদক এবাদুল হক।
বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. রাব্বী আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈন উদ্দীন স্বাক্ষরিত এ কমিটি গত ১৫ অক্টোবর অনুমোদন করা হয়।
উল্লেখ্য যে, স্বল্প সময়ের মধ্যে পুর্ণাঙ্গ কমিটির স্থানীয় মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে। নতুন কমিটির সভাপতি ড. হাসান আহমেদ সাধারণ সম্পাদক এবাদুল হক, যুক্তরাষ্ট্র কমিটির সভাপতি ড. রাব্বী আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈন উদ্দিনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র স্বাধীন বাংলাদেশের স্থপতিই নয়, বিশ্ববাসীর জন্য একটা আদর্শও বটে। আমরা এই মহান নেতার আদর্শ ও ঐতিহ্য আমাদের নতুন প্রজন্মসহ মূলধারায় কাছে তুলে ধরার জন্য বিভিন্ন কর্মসূচী পালনের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আরো সুসংগঠিত করার প্রয়াসে কাজ করবো। -প্রেস বিজ্ঞপ্তি।