নিউইয়র্ক     শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিপসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২ | ১১:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২ | ১১:০৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
ফিলিপসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ নিউজিল্যান্ডের

যে দলই জিতবে, গ্রুপ ওয়ানের এক নম্বরে সে দলই থাকবে। এমন সমীকরণে আজ দুপুরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে শ্রীলংকা। টসে হেরে আগে ব্যাটিং নেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। আর অধিনায়কের সিদ্ধান্তকে অনেকটা হলেও সঠিক প্রমাণ করেছে কিউই ব্যাটাররা। লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে প্রথম ১৫ রানেই ৩ উইকেট হারালেও পরে দলের হাল ধরেছেন গ্লেন ফিলিপস।

অবিশ্বাস্য এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন ডানহাতি এ ব্যাটার। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। যেখানে ফিলিপসের সংগ্রহ ১০ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬৪ বলে ১০৪ রান। ব্যাট হাতে নেমে শুরুতেই ধাক্কা কিউই শিবিরে। প্রথম ওভারেই ১ রানে ওপেনার ফিন অ্যালেনকে বোল্ড করেছেন পেসার থিকসানা।

এরপরেই আরেক ওপেনার ডেভন কনওয়েকে ২ রানে ফিরিয়ে দেন ধনাঞ্জয়া। দলীয় ৭ রানে ২ ওপেনারকে হারান পর ৮ রানের ব্যবধানে অধিনায়কের উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা। রাজিথাকে উইকেট দিয়ে ১৩ বলে ৮ রানে ফেরেন কেইন উইলিয়ামসন। ফলে চাপে পড়া যায় দলটি। দলটিকে এরপর খাদের কিনারা থেকে টেনে তুলেছেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েছেন ৮৪ রানের জুটি।

২৪ বলে ২২ রান করে মিচেল ফিরলেও রানের চাকা থামতে দেননি ফিলিপস। ওপর প্রান্ত থেকে অবশ্য সঙ্গ দিতে পারেননি কেউই। ৪ ছয় ও ১০ চারে ১০৪ রানে করে শেষ ওভারে আউট হয়ে ফেরেন ফিলিপস। শেষইকে স্যান্টনারের অপরাজিত ১১ রানে ১৬৭ তে থামে নিউজিল্যান্ডের ইনিংস। প্রথম ইনিংসে লঙ্কানদের সেরা বোলার রাজিথা। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৩ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন ধনঞ্জয়া, থিকশানা, হাসারাঙ্গা ও লাহিরু কুমারা।

শেয়ার করুন