নিউইয়র্ক : গত শুক্রবার ১৪ অক্টোবর জ্যাকসন হাইটসে ফার্ষ্ট এইড হোম কেয়ারের আনুষ্ঠানিক যাত্রা শুরুর প্রাক্কালে দোয়া মাহফিলের পর স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ছবিতে বাম থেকে ফাহাদ সোলায়মান, বাবু খান, হেলাল খান, শাহ জে চৌধুরী ও রিজু মোহাম্মদ।
জরুরী কাজে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি ফার্ষ্ট এইড হোম কেয়ারের সাথে সংশ্লিষ্ট অপর দুইজন গিয়াস আহমেদ ও রুকন হাকিম।