নিউইয়র্ক     সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফখরুল-আব্বাসকে প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা দেওয়া হয়েছে: রাষ্ট্রপক্ষ

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২ | ০১:২১ অপরাহ্ণ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ | ০১:২১ অপরাহ্ণ

ফলো করুন-
ফখরুল-আব্বাসকে প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা দেওয়া হয়েছে: রাষ্ট্রপক্ষ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা বা ডিভিশন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বিষয়টি হাইকোর্টকে জানান।

আরোও পড়ুন।মির্জা ফখরুল ও আব্বাসসহ ২২৪ জনের জামিন নামঞ্জুর

তিনি আদালতে বলেন, তাদেরকে ডিভিশন দেয়ার জন্য গত ৯ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট কোর্ট আদেশ দিয়েছেন। আজ থেকে তাদেরকে ডিভিশন দেওয়া হয়েছে। পরে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহামদ আলীর বেঞ্চ আদেশের জন্য কারাগারে ডিভিশন চেয়ে দুই নেতার পক্ষে করা রিটের ওপর আগামীকাল বুধবার আদেশের দিন ধার্য করেন।

এর আগে মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস তাদের জন্য ডিভিশন চেয়ে রিট করেন। পরে তা শুনানির জন্য বিকাল সাড়ে ৩টায় দিন ধার্য করেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে নিজ নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরে সাংবাদিকদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেন, ‘নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’ বাংলা ভিশন টিভি

শেয়ার করুন