নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট কেনেডি হত্যাকাণ্ড: ১৩ হাজার নথি প্রকাশ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২ | ০৩:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ | ০৪:০০ পূর্বাহ্ণ

ফলো করুন-
প্রেসিডেন্ট কেনেডি হত্যাকাণ্ড: ১৩ হাজার নথি প্রকাশ

ওয়াশিংটন ডিসি : প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের হাজার হাজার নথি পূর্ণাঙ্গভাবে প্রকাশের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ। বিবিসির প্রতিবেদনে এসেছে, আলোচিত হত্যাকণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে থাকা গোপন নথির ৯৭ শতাংশই প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউজ জানায়, ১৩ হাজার ১৭৩টি ফাইল অনলাইনে পাওয়া যাবে।

প্রেসিডেন্ট থাকাকালে ১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে জন এফ কেনেডিকে গুলি করে হত্যা করা হয়। আলোচিত হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘসময় ধরে চলে তদন্ত। তদন্তের ফলাফলই এসব নথি বলছে হোয়াই হাউজ।

আরোও পড়ুন।ইউক্রেন কখনও একা হবে না, আমরা সঙ্গে আছি: বাইডেন

১৯৯২ সালের একটি আইনে ২০১৭ সালের অক্টোবরের মধ্যে কেনেডি হত্যাকাণ্ডের সব নথি প্রকাশের জন্য বলা হয়। আগের প্রেসিডেন্টের সময় তা মানা হয়নি। দেরিতে হলেও বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)  এসব নথি প্রকাশের অনুমোদন দিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে বাইডেন জানান, কিছু ফাইল ২০২৩ সাল পর্যন্ত অপ্রকাশিত থাকবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভসের পক্ষ থেকে বলা হয়েছে, ৫১৫টি নথি প্রকাশ করা হবে না। এছাড়া আরও ২ হাজার ৫৪৫টি নথি আংশিকভাবে গোপন রাখা হয়েছে।

১৯৬৪ সালের মার্কিন তদন্তে দেখা গেছে, লি হার্ভে অসওয়াল্ড নামের এক ব্যক্তি সাবেক প্রেসিডেন্ট কেনেডিকে হত্যা করে। গ্রেফতারের দুইদিন পর ডালাস পুলিশ সদর দফতরের বেসমেন্টে তাকে হামলাকারীকে হত্যা করা হয়।

শেয়ার করুন