নিউইয়র্ক     শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেসিডেন্টের ‘প্রস্রাবের’ ভিডিও ফাঁস, ৬ সাংবাদিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩ | ০৫:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ | ০৫:৩৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
প্রেসিডেন্টের ‘প্রস্রাবের’ ভিডিও ফাঁস, ৬ সাংবাদিক গ্রেফতার

একটি অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজার সময় বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের প্যান্ট ভিজে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর দেশটির ছয় সংবাদিককে গ্রেফতার করা হয়।

বিবিসি জানায়, গত ডিসেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিও দেখা মনে হচ্ছে, লাঠিভর দিয়ে দাঁড়িয়ে থাকা প্রেসিডেন্ট সালভা কির হয়ত প্রস্রাব ধরে রাখতে পারেননি।

প্রেসিডেন্টের প্যান্টে প্রস্রাব করে দেওয়ার ভিডিও ফাঁস করে দেওয়ার দায়ে গ্রেফতার সাংবাদিকদের সবাই সাউথ সুদানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের কর্মী।

দক্ষিণ সুদান ইউনিয়ন অব জার্নালিস্টস এর প্রেসিডেন্ট প্যাট্রিক ওয়েট রয়টার্সকে বলেন, ‘কীভাবে প্রেসিডেন্টের প্যান্টে মূত্রত্যাগ করে দেওয়ার ভিডিও ফাঁস হল সেটা হয়তো তারা জানেন- এমন সন্দেহ থেকেই ওই ছয় সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।’ দ্য সাউথ সুদান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এসএসবিসি) দাবি, তারা কখনোই ওই ভিডিও সম্প্রচার করেনি।

শেয়ার করুন