প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধির চেষ্টার মধ্য়ে সলোমন দ্বীপপুঞ্জ সফর করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। তিনি গতকাল রোববার দেশটির রাজধানী হোনিয়ারাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মরণ অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় তিনি বলেন, প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর ঐক্য়কেই অগ্রাধিকার দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
চীনকে ইঙ্গিত করে ওয়েন্ডি বলেন, বিশ্বের অনেকে এই অঞ্চলের কিছু ভয়ংকর শিক্ষা ভুলে গেছে।
কেউ কেউ মনে করে, দায়মুক্তি ছাড়াই জবরদস্তি, চাপ ও সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্য়বহার করা যাবে।