নিউইয়র্ক     শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ  | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২ | ০৩:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ নভেম্বর ২০২২ | ০৩:৩৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড

সুযোগ এসেছিল একদমই খেলার ধারার বিপরীতে। বিশ্বকাপে একটি গোলের জন্য মরিয়া হয়ে থাকা রবের্ত লেভানদোভস্কি কাজে লাগাতে পারলেন না সুবর্ণ সেই সুযোগ। পোলিশ ‘গোলমেশিন’ মিস করলেন পেনাল্টি! বেঁচে গেল মেক্সিকো। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

বল দখল, আক্রমণ, গোলের সুযোগ তৈরি, গোলের জন্য শট, লক্ষ্যে শট সব মাপকাঠিতেই এগিয়ে ছিল মেক্সিকো। কিন্তু সবচেয়ে নিশ্চিত সুযোগটা পায় পোল্যান্ডই। কিন্তু গিয়েরমো ওচোয়া বিশ্ব আসরে আরও একবার দেখালেন, গোলরক্ষক হিসেবে কতটা অসাধারণ তিনি। ঠেকিয়ে দিলেন লেভানদোভস্কির স্পট কিক।

শেয়ার করুন