আপার ডার্বি টাউনশিপ, পেনসিলভানিয়া : পেনসিলভানিয়ার আপার ডার্বি টাউনশিপ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে বাংলাদেশী বংশোদ্ভোত জনাব আবু আমিন রহমান এবং ডাঃ ফাতেমা আহমেদকে সংবর্ধনা দিয়েছে। আপার ডার্বি টাউনশিপে গত বুধবার, ২১ ডিসেম্বর এই সংবর্ধনা দেওয়া হয়। আপার ডার্বি টাউনশিপ কাউন্সিল জনাব আবু আমিন রহমানকে ডেলাওয়্যার কাউন্টি এবং বৃহত্তর ফিলাডেলফিয়ায় তাঁর দীর্ঘকালের কমিউনিটি পরিসেবা এবং মূলধারার রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন অভিবাসী সম্প্রদায়কে সম্পৃক্ত করে সচেতনতা ও ক্ষমতায়নে সহায়তা করা এবং তাঁর প্রচেষ্টার ফলস্বরুপ বাংলাদেশি-আমেরিকানরা নির্বাচিত হয়ে মিলবোর্ন এবং আপার ডার্বি টাউনশিপে স্থানীয় সরকারে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার করার জন্য এবং গত তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশী সম্প্রদায়ের মহিলাদের স্বাস্থ্য সেবা, সকলের জন্য চিকিৎসা ও সামাজিক সেবা প্রদান করায় ডাঃ ফাতেমা আহমেদকে সম্মননা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আবু আমিন রহমান এবং ডাঃ ফাতেমা আহমেদ তাঁদের প্রতি সমর্থন ও ভালোবাসা জানানোর জন্য আপার ডার্বি টাউনশিপ কাউন্সিল, আপার ডার্বি টাউনশিপ বাসিন্দা এবং পেনসিলভেনিয়ায় বসবাসকারী সকল প্রবাসী বাংলাদেশীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আবু আমিন রহমান এবং ডাঃ ফাতেমা আহম্মেদ বলেন, স্বীয় দায়িত্ববোধের জায়গা থেকেই এই কাজ গুলি করে যাচ্ছেন এবং সততার সঙ্গে ভবিষ্যতেও উনারা এ কাজগুলো অব্যাহত রাখবেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উভয়কে অভিনন্দন জানাতে আরো উপস্থিত ছিলেন পেনসিলভেনিয়ায় বিভিন্ন এলাকায় বসবাসকারী যেমন আপার ডাবী, সেন্টার সিটি, নর্থ ইষ্ট, ল্যান্সডেল, বেনসালাম এবং ডেল্যাওয়ার থেকে অনেক বাংলাদেশী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত আপার ডার্বি টাউনশিপের মাননীয় মেয়র এবং কাউন্সিলারগন জনাব আবু আমিন রহমান এবং ডাঃ ফাতেমা আহমেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। ইহাছাডাও উপস্হিত বাংলাদেশীদের পক্ষ থেকে আপার ডার্বির তরুন নব নির্বাচিত কমিউনিটি পারর্সন নুরালাম চৌধুরী বিপু তাঁদের ফুলের তোড়া প্রদান করেন।-প্রেস বিজ্ঞপ্তি