ইউক্রেনে দুদিনের যুদ্ধবিরতির যে ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিয়েছেন, তাকে তার অক্সিজেন খোঁজার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির।
পুতিনের আদেশ নিয়ে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক প্রতিক্রিয়া বাইডেন বলেন, ২৫ ডিসেম্বর ও নববর্ষের দিনে তিনি (রুশ প্রেসিডেন্ট) হাসপাতাল, নার্সারি ও গির্জায় বোমা ফেলার জন্য প্রস্তুত ছিলেন। আমি মনে করি তিনি কিছু অক্সিজেন খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরও পুতিনের যুদ্ধবিরতি প্রচেষ্টাকে ‘নিষ্ঠুর’ বলে অভিহিত করেছে।
মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘এ ঘোষণার পেছনে যে উদ্দেশের কথা বলা হচ্ছে, তার প্রতি আমাদের খুব কমই আস্থা আছে। রাশিয়া যদি সত্যিই শান্তির ব্যাপারে, এই যুদ্ধের অবসানের বিষয়ে আন্তরিক হতো, তাহলে ইউক্রেনের সার্বভৌম ভূখণ্ড থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে নেবে।
এর আগে, ইউক্রেনে দুদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে সেনাদের শুক্র থেকে শনিবার (৭ জানুয়ারি) পর্যন্ত হামলায় বিরতি দেয়ার নির্দেশ দেন তিনি।
অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে যুদ্ধবিরতির আহ্বান জানান রাশিয়ার খ্রিষ্টান ধর্মগুরু প্যাট্রিয়ার্ক কিরিল। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ধর্মগুরুর এ আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেন পুতিন। ঐতিহ্যগতভাবে অর্থোডক্স ক্রিসমাস রাশিয়া ও ইউক্রেন উভয় দেশেই উদ্যাপন করা হয়।
পুতিন তার আদেশে বলেন, ‘প্যাট্রিয়ার্ক কিরিলের আবেদন বিবেচনায় নিয়ে, আমি ইউক্রেনে রাশিয়ার যতগুলো পক্ষ কার্যকর রয়েছে তাদের ৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত যুদ্ধবিরতি ব্যবস্থা চালু করতে রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রীকে নির্দেশ দিচ্ছি।’
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটি জানিয়েছে, ইউক্রেনের কাছ থেকে দখল করা ভূখণ্ড থেকে সব রুশ সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত কোনো ধরনের আলোচনায় বসা হবে না, যুদ্ধবিরতিও হবে না।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এক টুইটে পুতিনের যুদ্ধবিরতি প্রস্তাবকে ভণ্ডামি বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, কেবল দখল করা এলাকা থেকে রুশ সৈন্যরা চলে গেলেই একটি অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে।