সম্প্রতি যুক্তরাষ্ট্র ১৯২টি চুরি যাওয়া পুরাকীর্তি পাকিস্তানে ফেরত পাঠিয়েছে। যার মোট মূল্য ৩৪ লাখ ডলার। ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিনি এসব পুরাকীর্তি পাচারের চেষ্টা করছিল বলে জানিয়েছে দেশটি। তার বিরুদ্ধে তদন্ত শেষেই পাকিস্তানকে তার পুরাকীর্তি ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। এ খবর দিয়েছে ভয়েজ অব আমেরিকা।
খবরে বলা হয়, বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে। তাদের ওয়েবসাইটে বলা হয়, পাচারকারী সুভাষ কাপুরের কাছ থেকে ১৮৭ টি পুরাকীর্তি উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্বের সবথেকে বড় পুরাকীর্তি পাচারকারীদের একজন। কাপুর ও তার সহযোগীরা চুরি করা পুরাকীর্তি ম্যানহাটনে পাচার করতো। সেখানে একটি আর্ট গ্যালারির মাধ্যমে এগুলো বিভিন্ন ক্রেতার কাছে বিক্রি করতো।
ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ বলেন, আমরা সুভাষ কাপুর এবং তার সহযোগী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধ সম্পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাব। এরা সকলেই এই পুরাকীর্তিগুলির সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বের প্রতি নির্লজ্জভাবে অবজ্ঞা দেখিয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, পুরাকীর্তি বিক্রি করার সাথে জড়িত থাকার অভিযোগে ভারতে ২০১২ সাল থেকেই বন্দি আছেন সুভাষ কাপুর। গত সপ্তাহে ওই ৬ জনকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে চেন্নাইর একটি আদালত।
নিউ ইয়র্কের পাকিস্তানি কনস্যুলেটে একটি অনুষ্ঠানে এই পুরাকীর্তি গুলো ফেরত দেয়া হয়। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন-এর অ্যাসিস্ট্যান্ট স্পেশাল এজেন্ট-ইন-চার্জ টমাস অ্যাকোসেলা এবং পাকিস্তানি কনসাল জেনারেল আয়েশা আলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার ফেরত দেওয়া ১৯২ টি পুরাকীর্তির মধ্যে মেহেরগরের প্রায় ৪,৫০০ থেকে ৫,৫০০ বছরের পুরানো মুর্তি এবং একটি গান্ধার মূর্তি রয়েছে।