নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ন্যাটোকে সতর্ক করলেন মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২ | ০৩:২০ পূর্বাহ্ণ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ | ০৩:২০ পূর্বাহ্ণ

ফলো করুন-
ন্যাটোকে সতর্ক করলেন মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোকে সতর্ক করেছেন। ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের বিরোধিতা করে মঙ্গলবার তিনি বলেছেন, চরমপন্থী শাসকদের এই অস্ত্র প্রদানের ফলে ন্যাটো সন্ত্রাসী সংগঠনে পরিণত হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক সময় রাশিয়ার উদারপন্থী আধুনিকীকরণকারী হিসেবে তুলে ধরেছিলেন মেদভেদেভ। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি এই অবস্থান ধরে রাখেন। পরে ধীরে ধীরে তিনি অবস্থান পাল্টান। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সবচেয়ে কট্টর সমর্থকে পরিণত হয়েছেন তিনি। নিজের সোশাল মিডিয়া চ্যানেলে নিয়মিত পশ্চিমাদের প্রত্যাখ্যান করে বক্তব্য প্রকাশ করছেন।

টেলিগ্রামে মেদভেদেভ লিখেছেন, ন্যাটো মহাসচিবের দেওয়া ইঙ্গিত অনুসারে যদি ইউক্রেনের অন্ধবিশ্বাসীদের হাতে সেনাসহ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তুলে দেওয়া হয়, তাহলে তা অবিলম্বে আমাদের সশস্ত্র বাহিনীর বৈধ নিশানায় পরিণত হবে।

অবশ্য তিনি স্পষ্ট করেননি রুশ বাহিনীর নিশানা কী হবে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নাকি ইউক্রেন বা ন্যাটোর সেনারা। এর আগে একটি পোস্টে মেদভেদেভ লিখেছেন, সভ্য বিশ্বের এই সংগঠনের প্রয়োজন নেই। মানবতার কাছে তাদের অনুতপ্ত হতে হবে এবং অপরাধী জোট হিসেবে বিলীন করতে হবে।

সম্প্রতি ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা জোরদার করেছে রাশিয়া। এসব হামলার পর পশ্চিমাদের কাছে মার্কিন নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চেয়ে ইউক্রেন। ন্যাটো জোটের বিভিন্ন দেশের মন্ত্রীরা ইউক্রেনের বেসামরিক স্থাপনায় রুশ হামলার নিন্দা জানিয়েছেন। তারা ইউক্রেনকে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

শেয়ার করুন