নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নিউইয়র্ক ফুটবল লীগ-২০২২

নুতন চ্যাম্পিয়ন নিউজার্সীর গার্ডেন ষ্টেট ফুটবল ক্লাব

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২ | ১১:২১ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ অক্টোবর ২০২২ | ০৪:২১ অপরাহ্ণ

ফলো করুন-
নুতন চ্যাম্পিয়ন নিউজার্সীর গার্ডেন ষ্টেট ফুটবল ক্লাব

ইউএনএ , নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত নিউইয়র্ক ফুটবল লীগ-২০২২ এ নুতন চ্যাম্পিয়ন হয়েছে নিউজার্সীর গার্ডেন ষ্টেট ফুটবল ক্লাব। রোববার (১৪ আগষ্ট) অনুষ্ঠিত ফাইনাল খেলায় গার্ডেন ষ্টেট ফুটবল ক্লাব টাইব্রেকারে ৪-৩ গোলে বিগত নয় বারের লীগ চ্যাম্পিয়ন নিউইয়র্কের ব্রঙ্কস ইউনাইটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খবরইউএনএ’র।

নিউইয়র্ক সিটির র‌্যান্ডাল আইল্যান্ড ষ্টেডিয়ামে ফ্লাড লাইটে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিল। পরবর্তীতে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে গার্ডেন ষ্টেট ফুটবল দল জয়ী হয়। বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে ফাইনাল খেলাটি প্রানভরে উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়। এবারের লীগের প্রধান পৃষ্ঠপোষক বিএসিডিওয়াইএস। উল্লেখ্য, এবারের লীগে মোট ৮টি দল অংশ নেয়।

লীগের ফাইনাল খেলায় নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী মেম্বার এরিক এম ডিলান প্রধান অতিথি ছিলেন। খেলার শুরুতে রং বে রং-এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। এসময় এবারের লীগের প্রধান পৃষ্ঠপোষক বিএসিডিওয়াইএস-এর ভারপ্রাপ্ত সভাপতি ওয়াল্টার ক্যাম্বলী, স্পোর্টস কাউন্সিলের

ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া (এনাম), প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুর রহীম বাদশা, উপদেষ্টা আতাউর রহমান সেলিম, জুনেদ চৌধুরী, আযম চৌধুরী, আনোয়ার হোসেন, মখন মিয়া, সাবেক সভাপতি মহিউদ্দিন দেওয়ান সহ ওয়াহিদ কাজী এলিন, আব্দুল কাদের লিপু, ডা. ঝুন্নুন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রশীদ রানা।

শেয়ার করুন