ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের পরিবারকে অর্থ সহায়তা দেবে মস্কো। মঙ্গলবার এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ডিক্রি অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের পরিবারকে ৫০ লাখ রুবল (৮১ হাজার ৫০০ ডলার) দেওয়া হবে। আহত সেনাদের দেওয়া হবে ৩০ লাখ রুবল। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর দিনটি থেকে এ পর্যন্ত এই যুদ্ধে হতাহতদের ক্ষেত্রে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এদিকে ডনেস্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত অংশে সম্প্রতি রুশ সেনাদের অস্থায়ী ব্যারাকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৮৯ জন নিহতের কথা স্বীকার করেছে মস্কো। তবে ইউক্রেনের দাবি, গত ১ জানুয়ারির ওই ঘটনায় একসঙ্গে ৪০০ রুশ সেনা নিহত হয়েছে।
এ ঘটনায় রাশিয়ার সামরিক বাহিনীর গঠিত তদন্ত কমিটি জানিয়েছে, ব্যারাকে থাকা সেনারা লুকিয়ে নিষিদ্ধ মোবাইল ফোন ব্যবহারের ফলে ওই হামলা চালাতে সমর্থ হয়েছে ইউক্রেন। কেননা, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করতে সমর্থ হয়েছিল কিয়েভ। এ ঘটনায় যাদের অবহেলা প্রমাণিত হবে তাদেরকে বিচারের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে তদন্ত কমিটি।