নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে জালিয়াতির দায়ে সু চির ৩ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২ | ১১:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ | ১১:২৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
নির্বাচনে জালিয়াতির দায়ে সু চির ৩ বছরের জেল

নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে দেশটির সামরিক আদালত। এ বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে তিনি বন্দি রয়েছেন। দুর্নীতি ও উসকানিসহ কয়েকটি অভিযোগে সু চিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত আগস্টে অং সান সুচিকে ছয় বছর কারাদণ্ডাদেশ দেন দেশটির সামরিক আদালত। এর আগেও দুর্নীতি, জান্তাবিরোধী আন্দোলনে উসকানি, করোনার বিধিনিষেধ এবং টেলিকমিউনিকেশন আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন মামলায় সু চিকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গত বছরের পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বন্দি রয়েছেন ৭৭ বছর বয়সী সু চি। এর মধ্য দিয়ে দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা চরম আকার ধারণ করতে শুরু করে।
পরিচয়/এমউএ

শেয়ার করুন