নিউইয়র্ক     বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নিমিষেই জানা যাবে ৫০ ধরনের ক্যানসারের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৩ | ১২:১১ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ জুন ২০২৩ | ১২:১১ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিমিষেই জানা যাবে ৫০ ধরনের ক্যানসারের পূর্বাভাস

এক বিন্দু রক্ত পরীক্ষা করেই ৫০ বা তার বেশি ক্যানসারের ধরনের পূর্বাভাস জানা যাবে। যুক্তরাজ্যের এনএইচএস ট্রায়ালে সম্প্রতি এই তথ্য উঠে এসেছে।

জানা গেছে, এনএইচএস ট্রায়ালে অংশ নেয় প্রায় পাঁচ হাজার মানুষ। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন বয়সি ও বর্ণের মানুষ রয়েছে। তাদের প্রতি তিনজনের দুই ব্যক্তির ক্যানসার সম্পর্কে যথাযথ পূর্বাভাস করা সম্ভব হয়েছে। এনএইচএস ট্রায়ালের আগে অংশগ্রহণকারীদের সবার জিপি লক্ষণ আছে বলে বিভিন্ন পরীক্ষায় আশঙ্কা করা হয়েছিল।

বিবিসি জানায়, ক্যানসারের পূর্বাভাস জানার জন্য এত বড় পরিসরের কোনো ট্রায়াল ইতঃপূর্বে আর হয়নি। এই ট্রায়ালে অংশগ্রহণকারীদের প্রায় ৮৫ শতাংশের ক্যানসার পজিটিভ বা শনাক্ত হয়েছে। খুব প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়ায় তাদের অধিকাংশ এই মরণব্যাধি থেকে আরোগ্য লাভ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই ট্রায়ালের নেতৃত্ব দেন। তবে নিজেদের ট্রায়াল নিয়ে চূড়ান্ত কিছু বলতে আরও সময় লাগবে বলে মনে করেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। কারণ এখনও অনেক গবেষণা বাকি রয়েছে। সূত্র : বিবিসি

সুইটি/পরিচয়

শেয়ার করুন