নিউইয়র্ক     বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল, মিমকে পরীমণি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২ | ০৬:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ | ০৬:০৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল, মিমকে পরীমণি

ঢাকাই সিনেমার কুইন পরীমণি। বিভিন্ন ইস্যুতে অনুরাগীরা তার সাহসিকতার পরিচয় পেয়েছে। আপাতত ছেলে রাজ্যকে ঘিরেই সময় কাটছে তার। তবে আলোচনায় থাকা যেন পরীমণির নিত্যদিনের অনুষঙ্গ। এবারও তার ব্যতিক্রম হলো না। বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিলেন পোস্ট। সেখানে তিনি পরাণ এবং দামাল সিনেমার কলাকুশলীদেরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নায়িকা। ফেসবুকে দেওয়া পরীর এই স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে জল্পনা।


ফেসবুক পোস্টে তিনি চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘রায়হান রাফি সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি!’


এ সময় তিনি পরাণ এবং দামালের নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ একই পোস্টে নিজের স্বামী বর্তমানে ঢালিউডের অন্যতম সুপারস্টার শরিফুল ইসলাম রাজকে লক্ষ্য করেও তীর ছুড়েছেন। তিনি রাজকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি।’ মধ্যরাতে কেন পরী এমন পোস্ট দিলেন সে বিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি। সময়ের সঙ্গে এই জল্পনার সত্যতা প্রকাশ্যে আসবে, এমনটাই প্রত্যাশা নেটিজেনদের। সূত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন