নিউইয়র্ক     সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৪

পরিচয় ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২ | ১০:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ নভেম্বর ২০২২ | ০২:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
নিউ ইয়র্কে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে বাড়িতে আগুন লেগে তিন শিশুসহ ৪ জন প্রাণ হারিয়েছে। রোববার (৩০ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

নিউ ইয়র্কের দমকল বাহিনী জানিয়েছে, ব্রঙ্কসের ইউনিয়ন পোর্ট বিভাগের ক্যাসেল হিল অ্যাভিনিউয়ের কাছে একটি বাড়ির প্রথম ও দ্বিতীয় তলায় এই আগুন লাগে। আগুনের কারণ অনুসন্ধান চলছে। স্থানীয় কমান্ডিং অফিসার ইন্সপেক্টর কিয়ন এস. রামসে জানান, কোন দুর্ঘটনার কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ১২ ও ১০ বছর বয়সী দুই ছেলেকে মৃত পাওয়া যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২২ বছর বয়সী এক যুবক ও ১০ মাসের এক কন্যাশিশুকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে এখনও ২ জন গুরুতর অবস্থায় আছেন। নিহতের পরিবারটি ইয়েমেনিয় এবং বাড়ীটির মালিক একজন বাংলাদেশী আমেরিকান।

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ঘটনাস্থলে গিয়ে জানান, তারা সব পরিবারের পাশে থাকবেন। দাফন ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেয়ার চেষ্টা করবেন।

শেয়ার করুন