নিউইয়র্ক     রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩৭

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২ | ১২:৩৩ অপরাহ্ণ | আপডেট: ০৬ নভেম্বর ২০২২ | ০৩:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
নিউ ইয়র্কে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩৭

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির এক আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে আহত হয়েছে অন্তত ৩৮ জন। লিথিয়াম আয়ন ব্যাটারির কারণে এ আগুনের সূত্রপাত হতে পারে। শনিবার (৫ নভেম্বর) কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সিএনএন জানায়, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। অগ্নিকাণ্ডের পর গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন। দমকল কমিশনার লরা কাভানাঘের সিএনএন জানিয়েছে, ম্যানহাটনের পূর্ব স্ট্রিটে অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছেন ৫ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

চিফ ফায়ার মার্শাল ড্যান ফ্লিন সিএনএনকে বলেছেন, এটি একটি মাইক্রোমোবিলিটি ডিভাইস থেকে লিথিয়াম আয়ন ব্যাটারির কারণে এই বছরের প্রায় ২০০টি অগ্নিকাণ্ড ঘটেছে। ব্যাটারিগুলো ছোট, হালকা বৈদ্যুতিক গাড়ির মধ্যে ই-বাইক এবং বৈদ্যুতিক স্কুটার অন্যতম। ফ্লিন বলেন, কর্তৃপক্ষ মনে করে আবাসিক ভবনে বাসিন্দারা সম্ভবত বাইক মেরামত করছিলেন। এ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন