নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্ক পুলিশে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাতেমা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২ | ১১:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ অক্টোবর ২০২২ | ০৩:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্ক পুলিশে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাতেমা

নিউইয়র্ক পুলিশ বিভাগে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ফাতেমা আমিন। নিউইয়র্ক সিটি পুলিশে বিভাগের (এনওয়াইপিডি) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদোন্নতি লাভ করেন তিনি।

বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে সিনিয়র পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ এইড/ সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছেন ফাতেমা আমিন। সম্প্রতি পুলিশ কমিশনার কিচেন্ট সেওয়েল পদোন্নতিপ্রাপ্তদের নিজ হাতে সার্টিফিকেট প্রদান করেন। বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন করম চৌধুরী এক বিবৃতিতে তাকে অভিনন্দন জানিয়েছেন।

ফাতেমা আমিন বর্তমানে মেডিকেল ডিভিশন বিলিংয়ে কর্মরত। ফাতেমা আমিন চাঁদপুরের পালিশারা গ্রামের চেয়ারম্যান প্রয়াত হাবীবুল্লাহ পাটয়ারীর এবং প্রয়াত ফাতেমা বেগমের নাতনি। ১৯৯৮ সালে ডিভি লটারি পেয়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।

ফাতেমা আমিনের বাবা বাংলাদেশ পানি উন্নয়ন ঢাকা বোর্ডে সাবেক হেড অ্যাসিস্ট্যান্ট প্রয়াত মোহাম্মদ আলী আকবর এবং মা হাসিনা বেগম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট ছিলেন।

ফাতেমা আমিন ২০০৩ সালে ইয়র্ক কলেজ থেকে অ্যাসোসিয়েট এবং মেডিকেল বিলিং কোডিংয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯৯ সালে কাবকো ফার্মাসিউটিক্যাল ইনকর্পোরেটেডে সহকারী ব্যবস্থাপক পদে ৭ বছর কর্মরত ছিলেন।

২০০৬ সালে নিউইয়র্ক সিটি ট্রাফিক ডিভিশনে ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট পদে যোগদান করেন ফাতেমা। ২০১২ সালে পরীক্ষায় উন্নতি হয়ে টাইটেল পরিবর্তন করে পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ এইড পদে যোগদান করেন এবং সাত বছর তিনি ক্যাপটেন ক্লারিকাল পদে ১০৬ প্রিসেন্টে কর্মরত ছিলেন। ফাতেমা আমিন ব্যক্তিগত জীবনে জমজ সন্তানের জননী। স্বামী মোহাম্মদ আমের আমিন এবং সন্তানদের নিয়ে নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন তিনি।

পরিচয়/সোহেল

শেয়ার করুন