নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে ইতিমধ্যেই উচ্চমাত্রায় ফ্লু-র বিস্তার পরিলক্ষিত হচ্ছে ফলে জানিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রাল (সিডিসি) বা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।
২০২২-২৩ এর ফ্লুর মৌসুম, যা অক্টোবর থেকে শুরু হয়ে মে পর্যন্ত – ইতিমধ্যেই ৩৬০ জনের জীবন কেড়ে নিয়েছে যার মধ্যে একজন শিশুও রয়েছে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র অনুসারে। এ পর্যন্ত ৬৯০০ জনকে হাসপাতালে ভর্তি হতে দেখা গেছে, যা ২০১০ সালের পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা।
নিউইয়র্ক সিটির মতো প্রধান মহানগরগুলিতে ফ্লুর বিস্তার নিয়ে জনসাধারণকে সতর্ক করেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রাল (সিডিসি । যারা এখনো ফ্লু শট বা ফ্লু ভ্যাকসিন গ্রহণ করেন নি, তাদের অনতিবিলম্বে ফ্লু শট নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।