নিউ ইয়র্ক ষ্টেট সুপ্রীম কোর্ট বিচারপতি আর্থার এনগরন উবার এবং লিফটসহ এপস-নির্ভর ট্যাক্সি চালকদের মজুরী/ভাড়া বৃদ্ধির প্রস্তাব নাকচ করে দিয়েছেন।
নাকচ করার পক্ষে বিচারপতি আর্থার এনগরন যুক্তি দেখিয়েছেন নিউ ইয়র্ক সিটির ট্যাক্সি এবং লিমুজিন কমিশন মজুরী/ভাড়া বৃদ্ধির পক্ষে যথার্থ যুক্তি উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন।
প্রসঙ্গত, গত নভেম্বর মাসে নিউ ইয়র্ক সিটির ট্যাক্সি এবং লিমুজিন কমিশন ইয়েলো ও গ্রীন ক্যাব চালকদের সাথে উবার এবং লিফটসহ এপস-নির্ভর ট্যাক্সি চালকদের মজুরী/ভাড়া বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করে। গত ডিসেম্বর মাসে ইয়েলো ও গ্রীন ক্যাব চালকদের মজুরী/ভাড়া বৃদ্ধি কার্যকর হলেও উবার কর্তৃপক্ষ গত ডিসেম্বর মাসেই মজুরী/ভাড়া বৃদ্ধি ঠেকাতে মামলা দায়ের করেন। মামলায় উবার কর্তৃপক্ষ উল্লেখ করেন নিউ ইয়র্ক সিটির ট্যাক্সি এবং লিমুজিন কমিশন কোন প্রকার যাচাই বাছাই না করে অনুমানের ভিত্তিতে মজুরী/ভাড়া বৃদ্ধির প্রস্তাব করেছেন যা বাস্তবসম্মত নয়। মজুরী/ভাড়া বৃদ্ধির প্রস্তাব কার্যকর করা হলে উবার কোম্পানীকে প্রতিমাসে ২১ থেকে ২৩ মিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় করতে হবে যার দরুন ভাড়াও বৃদ্ধি পাবে। ফলে যাত্রী হৃাস পেলে উবার ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হবে।
বিচারপতি আর্থার এনগরন উবার কর্তৃপক্ষের যুক্তি গ্রহণ করে বলেন, নিউ ইয়র্ক সিটির ট্যাক্সি এবং লিমুজিন কমিশন মজুরী/ভাড়া বৃদ্ধির বিষয়টিকে ভুল তথ্যের উপর নির্ভরশীল হয়ে বিবেচনা করেছেন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন ট্যাক্সি এবং লিমুজিন কমিশন গ্যাসের দাম বৃদ্ধিকে কারণ হিসেবে দেখিয়েছেন অথচ গ্যাসের দাম অনেক কমে গিয়েছে ইতোমধ্যে।
তবে আগামী সপ্তাহে বিচারপতি আর্থার এনগরনের প্রদত্ত রায়ের লিখিত কপি পাওয়ার পর ট্যাক্সি এবং লিমুজিন কমিশন আপিলের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছে।