নিউইয়র্ক     শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে ‘ইউএসএ ৯৭-৯৯’র থ্যাংক্সগিভিং নৈশভোজ পার্টি, সংগীত পরিবেশন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২ | ১১:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কে ‘ইউএসএ ৯৭-৯৯’র থ্যাংক্সগিভিং নৈশভোজ পার্টি, সংগীত পরিবেশন

নিউইয়র্ক : বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, ফেসবুকভিত্তিক এমন একটি গ্রুপের নাম ‘ইউএসএ ৯৭-৯৯’। গত ২৭ নভেম্বর কুইন্সের বেলরসের একটি রেস্টুরেন্টে এই গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হলো থ্যাংক্সগিভিং নৈশভোজ পার্টি।

এতে সদস্যরা সপরিবারে অংশ নিয়েছেন। অনেকদিন পর একে অন্যকে কাছে পেয়ে মেতে ওঠেন গল্প, কথা আর আড্ডায়। থ্যাংক্সগিভিং নৈশভোজের খাদ্য তালিকার অন্যতম আকর্ষণ ছিল হচ্ছে টার্কি রোস্ট।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের এডমিন জামিল সারোয়ার । তিনি সংগঠনের ইতিহাস এবং তাদের ভবিষৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া আরো বক্তব্য রাখেন সংগঠনটির এডমিন শামস শাহরিয়ার বলেন ভবিষ্যতে আরো বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন । কমিউনিটিতে অবদান রাখার জন্য অ্যাটর্নি মঈন চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের সদস্যরা তাছাড়া উপস্থিত ছিলেন শো টাইমস মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলমগীর ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএ ৯৭-৯৯ সংগঠনের সদস্য নয়ন হোসেন, খন্দকার সুমন, সর্দার হোসেন, খন্দকার সোহাগ, জোবায়ের জাহিদ, সুমন মোদক, তানজিনা রিয়া, রাবু কেয়া, সোনিয়া হক, সোনিয়া রহমান, রিজভী খলিফা, সোনিয়া। এছাড়া সংগঠনটি সদস্য সোহাগ খন্দকার, নুপুর হোসাইন, জেসমিন শাহরিয়ার ও নয়ন হোসাইনের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।- প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন