নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত গাজীপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ’র নতুন কমিটি
নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত গাজীপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ’র নতুন কমিটি
পরিচয় ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩ | ০৫:১০ অপরাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:১০ অপরাহ্ণ
ফলো করুন-
নিউইয়র্ক : গত ১লা জানুয়ারী জমজমাট আয়োজনে বিপুল আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠিত হলো গাজীপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনকের নতুন কমিটির অভিষেক। উডসাইডের গুলশান ট্যারেস পার্টি হলে অভিষেকে পরিবেশিত হয় জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। উচ্ছ্বাস-আনন্দ, শুভেচ্ছা -অভিনন্দন বিনিময় এসবের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানটি পরিণত হয় গাজীপুরবাসীর মিলন মেলায়।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি এমডি এ জুয়েলের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক মোল্লা বাবুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা নাইম আহমেদ, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স কাউন্টি ডেমক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ ও বিশষ্ট এটর্ণী মঈন চৌধুরী, প্রধান উপদেষ্টা আবুল মনসুর খান ও উপদেষ্টা ইকবাল হোসেন ভূঁইয়া বাচ্চু।
নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার নাইম আহমেদ। এ সময় নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র বাইবেল পাঠের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত। শপথ গ্রহণ শেষে অভিষিক্তদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
উৎসবমুখর পরিবেশের এ অনুষ্ঠানে গাজীপুর জেলাবাসীরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাইম আহমেদ নতুন কমিটির কর্মকর্তারা গাজীপুরবাসীর কল্যাণে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। তারা নতুন ইমিগ্র্যান্টদের সহযোগিতা সহ গাজীপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএকে প্রবাসে মডেল সংগঠন হিসেবে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি এমডি এ জুয়েল এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক মোল্লা বাবু বিদায়ী কমিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে গাজীপুরবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক মোল্লা বাবু তার বক্তব্যে গাজীপুর জেলা এসোসিয়েশনের ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন।
সভাপতি এমডি এ জুয়েল তার সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানান।
অভিষেক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত উপভোগ করেন দর্শক-শ্রোতারা।
শিল্পীদের মধ্যে ছিলেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, রোকসানা মির্জা, রন্টি, সরোয়ার জাহান জীবন, গাজী এস এ জুয়েল, লিপি রোজারিও এবং কামরুন নাহার রিতা। নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় নৃত্যশিল্পী আননা হাওলাদার। – ইউএসএনিউজ