নিউইয়র্কে সোনালী এক্সচেন্জ এস্টোরিয়া শাখার স্থান পরিবর্তিত হয়েছে। এই শাখার কার্যক্রম ৩৬তম এভিনিউতে জালালাবাদ ভবনে স্থানান্তরিত করা হয়েছে। এই শাখার নতুন ঠিকানা : ৩৬-০৭,৩১তম স্ট্রীট, ফোন : ৭১৮-৭৭৭-৭০০১।
গত ১১ নভেম্বর শুক্রবার বাদজুমা এ উপলক্ষে নতুন অফিসে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে এস্টেরিয়াসহ বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ শেষে সোনালী এক্সচেন্জ এস্টেরিয়া শাখার ম্যানেজার, জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব সবাইকে শুভেচ্ছা জানান।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় সোনালী এক্সচেন্জ’র প্রেসিডেন্ট ও সিইও দেবশ্রী মিত্র বলেন, এস্টোরিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বাংলাদেশ কমিউনিটির সুবিধাজনক একটি স্থানে এই শাখাটিকে স্থানান্তর করা। আজকে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পেরে আমরা ধন্য। তিনি সোনালী এক্সচেন্জের মাধ্যমে টাকা পাঠানোর সুযোগ সুবিধাগুলো তুলে ধরে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠানোর আহবান জানান।
বাংলাদেশ কমিউনিটির উপস্থিত সবাই সোনালী এক্সচেন্জের সফলতা কামনা করে তারা তাদের সর্বাত্মক সহায়তারও আশ্বাস দেন।