নিউইয়র্ক     বৃহস্পতিবার, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ  | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দোনেৎস্কে রুশ হামলায় ৬০ ইউক্রেনীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২ | ০৩:১৬ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ নভেম্বর ২০২২ | ০৩:১৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
দোনেৎস্কে রুশ হামলায় ৬০ ইউক্রেনীয় সেনা নিহত

রুশ বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় দোনেৎস্কে ৬০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। সোমবার থেকে মঙ্গলবার এই হামলা চালানো হয়। মঙ্গলবার ডিপিআর পিপলস মিলিশিয়ার প্রেস অফিস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স, সিএনএনের।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক এবং রুশ সেনাদের যৌথ অভিযানের ফলে শত্রুর নিম্নলিখিত অস্ত্র এবং সামরিক সরঞ্জামগুলে ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে রয়েছে- দুটি স্ব-চালিত আর্টিলারি সিস্টেম, ১২টি ট্যাংক, ২০টি সাঁজোয়া যান এবং মোটরসাইকেল। প্রেস অফিস টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ‘শত্রুর চারটি মনুষ্যবিহীন আকাশযানকে গুলি করে ধ্বংস করা হয়েছে। শত্রুর বাহিনীর ৬০ সেনা নিহত হয়েছেন।

শেয়ার করুন