নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তুষারপাতে বিপর্যস্ত চীন, বিভিন্ন অঞ্চলে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২ | ১০:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২ | ১০:৫৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
তুষারপাতে বিপর্যস্ত চীন, বিভিন্ন অঞ্চলে সতর্কতা

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উইঘুর ও মধ্যাঞ্চলীয় মঙ্গোলিয়া অঞ্চল পড়েছে ভারি তুষারপাত আর ভয়াবহ শৈত্যপ্রবাহের কবলে। দিনের বেলায়ও গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে, রাস্তার পাশের বাতিগুলো ঢেকে গেছে তুষারে। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। অবস্থা বেগতিক দেখে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, স্থানীয় সময় সোমবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে প্রচণ্ড তুষারঝড়ের কবলে পড়ে চীনের পূর্বাঞ্চলীয় ইলি, তাচেং ও শিহিজি শহর। বাসিন্দাদের চলাচলের দুর্ভোগ কমাতে রাস্তাঘাট পরিষ্কারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে দেশটির উত্তরাঞ্চলীয় জিনজিয়ান অঞ্চলে তাপমাত্রা কমেছে ৮ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় চীনের ন্যাশনাল ফরেস্ট পার্কের একটি লেকের পানিও জমে বরফ হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শুধু তাই নয়, ২৮ মিটার প্রশস্ত বরফের আস্তরণে ঢেকে গেছে পার্কের ঝরনা। সূত্র: সময় টিভি

শেয়ার করুন