মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক উইলিয়াম বার্নস সোমবার রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে রাশিয়াকে সতর্ক করেছেন বার্নস। এছাড়া রাশিয়ায় মার্কিন বন্দিদের মুক্তির বিষয়ে কথা বলেছে দুপক্ষ। হোয়াইট হাউজের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ান সংবাদ সংস্থাকে নিশ্চিত করেছেন, বৈঠকটি তুরস্কের রাজধানী আংকারায় অনুষ্ঠিত হয়েছে। তবে তাদের আলোচনার বিষয়ে বিস্তারিত তিনি জানাননি। বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা ধরে রাখতে উভয়েই গুরুত্ব দিয়েছেন বলে জানা গেছে।
হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেছেন, ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো এই উচ্চস্তরের বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠক দুদেশের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউজ মুখপাত্র বলেন, বৈঠকে ইউক্রেন যুদ্ধের নিষ্পত্তির বিষয়ে কোনো আলাচনা তারা করেননি।