নিউইয়র্ক     শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তবে কী অনন্যার সঙ্গে আরিয়ানের ব্রেকআপ?

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩ | ০৫:২১ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ | ০৫:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
তবে কী অনন্যার সঙ্গে আরিয়ানের ব্রেকআপ?

দীর্ঘদিন ধরেই শাহরুখ পুত্র আরিয়ান ও অভিনেত্রী অনন্যা পান্ডের প্রেম নিয়ে গুঞ্জন রয়েছে বলিপাড়ায়। দু’জনের মাঝে গভীর সম্পর্ক রয়েছে এটা কমবেশি সকলেই জানেন। এমনকি মাদককাণ্ডে যখন গ্রেফতার হয়েছিলেন আরিয়ান তখনও নাম জড়িয়েছিল অনন্যার। অনেকেই মনে করেন এখনও চুটিয়ে প্রেম করছেন তারা।

তবে এমন জল্পনা-কল্পনার মাঝেই নতুন প্রেমের খবরে অনন্যা ভক্তদের মন খারাপ করে দিলেন শাহরুখ পুত্র। নতুন করে আলোচনা চলছেন নিজের চেয়ে বেশি বয়সের জনপ্রিয় অভিনেত্রীর প্রেমে পড়েছেন আরিয়ান। গুঞ্জন রটেছে মরোক্কান সুন্দরী নোরা ফতেহির সঙ্গে মন দেওয়া-নেওয়া করছেন তিনি।

এর আগে তাদের একসঙ্গে বিভিন্ন স্থানে সময় কাটাতে দেখা গেলেও এবার এক পার্টিতে দু’জনকে দেখে নেটিজেনরা দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছেন। অনেকেই মনে করছেন ঘনিষ্ঠতা বাড়ছে তাদের মাঝে। এক নেটিজেনের পোস্ট থেকে বিষয়টি আরও জোরালোভাবে আলোচনায় এসেছে।

সম্প্রতি এক রেডিট ব্যবহারকারী আরিয়ান ও নোরার সঙ্গে আলাদা আলদা ছবি পোস্ট করেন। কিন্তু ক্যাপশনে লেখেন, ‘তোমাদের দুজনের সঙ্গে দেখা করে ভালো লাগল।’ এরপরই বছর পঁচিশের আরিয়ানের সঙ্গে সত্যি সত্যি কী প্রেমে করছেন বলিউডের এই আইটেম গার্ল? নাকি অনুরাগীদের কল্পনা? এ নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা!

অনেকেই জোর দিয়ে বলছেন, অনন্যার সঙ্গে ব্রেকআপ করে নতুন রমনীতে মন মজিয়েছেন আরিয়ান। যদিও একাংশের মতে, তারকাদের এমন দেখাসাক্ষাত্ আহামরি কিছু নয়। তাছাড়া তাদেরকে একসঙ্গে দেখা যায়নি। সুতরাং বিষয়টি নিয়ে মাতামাতি না করাই শ্রেয়।

তবে বরাবরই নিজেদের ভালো বন্ধু বলে জাহির করা অনন্যা বা আরিয়ান বিষয়টি নিয়ে এখন অবধি মুখে কুঁলুপ এঁটেছেন! এখন দেখার বিষয় আদৌ অনন্যার সঙ্গে ব্রেকআপ নাকি নোরাকে নিয়ে গুঞ্জন! কোন পথে হাঁটেন শাহরুখ পুত্র।

শেয়ার করুন