নিউইয়র্ক     শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

তথ্যচিত্রে ব়্যাবের নির্যাতন নিয়ে কথা বলা যুবক কারাগারে

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩ | ১১:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ | ১১:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
তথ্যচিত্রে ব়্যাবের নির্যাতন নিয়ে কথা বলা যুবক কারাগারে

কিরণ বার্ক | আরাফাতুল ইসলাম : বাংলাদেশের বিশেষ বাহিনী ব়্যাবকে নিয়ে ডয়চে ভেলের অনুসন্ধানী তথ্যচিত্রে নাফিজ মোহাম্মদ আলম বক্তব্য দিয়েছিলেন৷ রোববার গ্রেপ্তারের পর সোমবার তাকে জেলে পাঠানো হয়েছে৷ ডয়চে ভেলের অনুসন্ধানী দলের কাছে ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-ব়্যাবের হাতে নির্যাতনের বর্ণনা দেয়া ২৩ বছর বয়সি বাংলাদেশি যুবককে রোববার রাতে গ্রেপ্তার করে পুলিশ৷ অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশের কয়েক দিনের মধ্যেই তাকে গ্রেপ্তারের এই ঘটনা ঘটলো৷

যা জানা গেছে : গত ৯ এপ্রিল রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে নিজ অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ তুলে নিয়ে যায় বলে ডয়চে ভেলে অনুসন্ধানী দলের সদস্য আরাফাতুল ইসলামকে নাফিজ মোহাম্মদ আলমের ঘনিষ্ঠ একজন জানান৷ এরপর তাকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়৷ ঢাকার মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের ডেপুটি কমিশনার আব্দুল আহাদ সোমবার ডয়চে ভেলের কাছে নাফিজকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন৷ তিনি বলেন, ‘‘২০২১ সালে করা পর্নোগ্রাফি মামলায় গতকাল (রোববার) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল৷”

পুলিশ তার বিরুদ্ধে ২০২১ সালের নভেম্বরে পর্নোগ্রাফির মামলা দায়ের করেছিল৷ তার আগে ব়্যাব তার অ্যাপার্টমেন্টে অভিযান পরিচালনা করে, যা ডয়চে ভেলের অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে৷ আব্দুল আহাদ বলেন, ‘‘গতকাল তার বাসায় অভিযান চালানোর সময় পুলিশ কিছু অ্যালকোহলের বোতলও পেয়েছে এবং তার ভিত্তিতে নতুন মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে৷” বাংলাদেশের আইন অনুযায়ী অ্যালকোহল পানের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়৷ নাফিজের এই অনুমতি আছে বলে জানুয়ারি মাসে ডয়চে ভেলেকে জানিয়েছিলেন তিনি৷ আদালতে হাজির করার পর তাকে জেলে পাঠানো হয়েছে বলে জানা গেছে৷

যৌথ অনুসন্ধানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতন উন্মোচন : ৩ এপ্রিল প্রকাশিত সুইডেনভিত্তিত নেত্রনিউজের সঙ্গে যৌথ অনুসন্ধানে ডয়চে ভেলে বাংলাদেশের এলিট পুলিশ ইউনিটের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করে৷ সেখানে নাফিজ মোহাম্মদ আলম এবং আরো কয়েকজনসহ ইউনিটটির নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক সদস্যদের বক্তব্য তুলে ধরা হয়৷  তাদের বক্তব্যে ব়্যাবের ভেতরের কর্মকাণ্ডের বিস্তারিত উঠে আসার পাশাপাশি এলিট বাহিনীটির বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম এবং নির্যাতনের ঘটনা উন্মোচিত হয়৷ বাংলাদেশের সর্বোচ্চ মহল থেকে অলিখিত অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ সরকারের উর্ধ্বতন মহল বাহিনীটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে জানান সাবেক কমান্ডাররা৷

নাফিজ মোহাম্মদ আলমকে ২০২১ সালের ৩ নভেম্বর অবৈধভাবে অ্যালকোহল বিক্রির অভিযোগে আটক করেছিল ব়্যাব৷ আলম জানান, তাকে পুলিশের কাছে হস্তান্তরের আগে ব়্যাব ১ এর ‘টর্চার সেলে’ ৩৬ ঘণ্টা ধরে নির্যাতন, মারধর এবং ইলেকট্রিক শক দেয়া হয়৷ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও ব়্যাবের কাছে অভিযোগের বিষয়ে জানতে চেয়েছিল ডয়চে ভেলে অনুসন্ধানী ইউনিট ও নেত্র নিউজ৷ এই বিষয়ে ব়্যাব মুখপাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করার কথা বলেন৷ অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিখিত প্রশ্নের উত্তরে উল্লেখ করে তারা ‘‘যত্ন সহকারে এসব অভিযোগ মূল্যায়ন এবং যাচাই করে দেখেছে যে এর সবই অত্যুক্তি, অতিরঞ্জিত, ভিত্তিহীন এবং অসত্য৷’’

নাফিজ মোহাম্মদকে নিয়ে উদ্বেগ : ডয়চে ভেলের অনুসন্ধানী দলের নাওমি কনরাড এবং বের্গিটা স্যুলকে জানান, নাফিজ মোহাম্মদের সাথে যা ঘটেছিল তা নিয়ে তার বক্তব্য অনুসন্ধানী তথ্যচিত্রটির গুরুত্বপূর্ণ অংশ ছিল৷ কনরাড বলেন, ‘‘আমরা আলমের সাথে কথা বলতে চেয়েছি, কারণ, আমরা জানতাম তিনি ব়্যাবের গোপন বন্দিশালায় ছিলেন, যে বিষয়ে আমাদের হুইসেলব্লোয়াররা কথা বলেছেন৷ তাদের বক্তব্য যাতে তিনিসহ অন্য সূত্রগুলো থেকেও নিশ্চিত হওয়া যায়, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল৷’’ স্যুলকে বলেন, ‘‘আমরা তার সাথে দেখা করার পর রেকর্ড করার ক্ষেত্রে তার নিরাপত্তা ও ঝুঁকি নিয়ে আলোচনা করি৷ এই ঝুঁকি সত্ত্বেও সে অনড় ছিল৷’’

আলমের নিরাপত্তা নিয়ে এই দুই সাংবাদিকই উদ্বেগ প্রকাশ করেছেন৷ এমন কিছু ঘটতে পারে এ বিষয়ে তিনি ভালোভাবেই অবগত ছিলেন এবং কিছু পূর্ব সতর্কতামূলক ব্যবস্থাও নিয়েছিলেন৷ কিন্তু দুর্ভাগ্যবশত নিরাপত্তা বাহিনী আমাদের সাক্ষাৎকারদাতাদেরকে চুপ করিয়ে দিতে চায় বলে মনে হচ্ছে,” বলেন স্যুলকে৷ আলমের গ্রেপ্তার নিয়ে টুইট করেছেন নেত্র নিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিল৷ তিনি লিখেছেন, ‘‘সম্প্রতি ব়্যাব নিয়ে ডিডাব্লিউ এবং নেত্র নিউজের অনুসন্ধানে দেখা যাওয়া নির্যাতন থেকে বেঁচে ফেরা ২৩ বছর বয়সি নাফিজ মোহাম্মদ আলমকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে ঢাকার ভাটারা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে৷ আমরা এটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি৷’’ – সুত্র জার্মান বেতার ডয়চে ভেলে

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন