নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের মহান একুশ উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২ | ০৩:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ | ০৩:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের মহান একুশ উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সাঈদা আকতার লিলি ও গাজী সামসউদ্দীন পত্রিকায় প্রকাশার্থে প্রেরিত এক বিবৃতিতে জানান : গত ১২ ডিসেম্বর মঙ্গলবার (৭৬-১২, ব্রডওয়ে, জ্যাকসন হাইটস) এ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ’র উদ্যোগে সম্মিলিত একুশ উদ্যাপনের এক যৌথ সভা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত একুশ উদযাপনের আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাঈদা আকতার লিলি এবং পরিচালনা করেন একুশ উদ্যাপন পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ এর সাধারণ সম্পাদক গাজী সামসউদ্দীন। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাবিনা শারমীন নীহার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি শুমিত মন্ডল, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি আব্দুস সবুর, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাজুল ইসলাম, স্বপন বড়–য়া, এম.এস.আলম, গোলাম মোস্তফা, নূপুর চৌধুরী, ইউসুফ আলী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ আগামী ২০২৩ এর মহান একুশ উদযাপনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। সভায় অন্যান্য বছরের মত শিশুদের মেধা প্রতিযোগিতা অনুষ্ঠান করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতি সাঈদা আকতার লিলি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে একটি সুন্দর ও সফল একুশ উদযাপনের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সেই সাথে প্রবাসের সকল সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন সমূহকে যথাসময়ে রেজিষ্ট্রেশন করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি মো: তাজুল ইসলাম প্রেরিত

শেয়ার করুন