সৌদি আরবের নাগরিকরা বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে রাজধানী ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন অ্যারাইভাল ভিসা পাবে। সোমবার ঢাকায় নিযুক্ত সৌদি আরবের দূতাবাস এই ঘোষণা দিয়েছে। সৌদি গ্যাজেট এ খবর জানিয়েছে।
টুইটারে সৌদি দূতাবাস এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে। তারা বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষ সৌদি নাগরিকদের দেশে প্রবেশে অন অ্যারাইভাল ভিসার অনুমোদন দিয়েছে।
তবে টুইটারে বাংলাদেশের অপর আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি নাগরিকরা এই অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবে কিনা তা উল্লেখ করা হয়নি।
৪ ডিসেম্বর বাংলাদেশ ভ্রমণে আগ্রহী সৌদি আরবের নাগরিকদের রিয়াদে বাংলাদেশ দূতাবাস বা জেদ্দাহ কনস্যুলেট জেনারেল থেকে প্রয়োজনীয় ভিসা সংগ্রহের নির্দেশনা দিয়েছিল। সোমবারের এই ঘোষণায় আগের নির্দেশনা বাতিল হয়ে যাবে। বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সৌদি নাগরিকদের আগে থেকে ভিসা সংগ্রহ করা লাগবে না। বিমানবন্দরে পৌঁছে তারা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবে।