চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকায় এসেছেন।
আজ শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দুই দিনের সফরে ঢাকায় এসেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। আগামীকাল রবিবার (৭ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন ওয়াং ই।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় চীনের দিক থেকে তাইওয়ান ইস্যু গুরুত্ব পাবে। অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের সহায়তা চাওয়া হবে।