নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের রিটার্ন প্রকাশ হবে শুক্রবার

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২ | ০১:১২ অপরাহ্ণ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ | ০১:১২ অপরাহ্ণ

ফলো করুন-
ট্রাম্পের রিটার্ন প্রকাশ হবে শুক্রবার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সংশোধিত আয়কর রিটার্ন প্রকাশ করা হবে শুক্রবার। গত সপ্তাহে শক্তিধর কংগ্রেশনাল কমিটি তা প্রকাশ করার পক্ষে ভোট দেয়ার পরই এই রিটার্ন প্রকাশ করা হচ্ছে। প্রতিনিধি পরিষদের একজন মুখপাত্র এই ‘টাইমিং’ সম্পর্কে নিশ্চিত করেছেন মঙ্গলবার। ডেমোক্রেট নিয়ন্ত্রিত এই কমিটি গত মাসে ট্রাম্পের রিটার্ন হাতে পায়। আদালতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট কমিটির পক্ষে রায় দেয়। ফলে তদন্ত হয়। ট্রাম্পের আয়কর তদন্তের অংশ হিসেবে এটা তাদের হাতে যায়। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।

ডনাল্ড ট্রাম্পের আয়কর দীর্ঘদিন যাবত একটি বিতর্কিত বিষয়। ফলে তা প্রকাশ করা হলে রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়ে পড়বে। উল্লেখ্য, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচন করেন ট্রাম্প। কিন্তু এ সময়ে তিনি কয়েক দশকের প্রেসিডেন্ট প্রার্থীদের আচরিত রীতি ভঙ্গ করেন। আয়কর রিটার্ন প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তা যেন অস্পৃশ্য থাকে সে জন্য লড়াই চালিয়ে যেতে থাকেন। এর আগে ট্রাম্পের আয়কর রিটার্নের চুম্বক অংশ প্রকাশ করেছিল নিউ ইয়র্ক টাইমস। তদন্তের অংশ হিসেবে তা প্রকাশ করা হয়। এতে দেখা যায় রিয়েল এস্টেট মুঘল এবং রিয়েলিটি টিভি তারকা ডনাল্ড ট্রাম্প ভয়াবহভাবে লোকসান দিয়েছিলেন আর্থিকভাবে। এর ফলে তিনি বিপুল পরিমাণ ট্যাক্স ছাড় পান। কমিটি গত সপ্তাহে বলেছে, ইন্টারনাল রেভিন্যু সার্ভিসও তার আইন ভঙ্গ করেছে। কারণ, তারা ডনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির চার বছরের মধ্যে তিন বছরে কোনো অডিট করেনি।

এক পর্যায়ে ট্রাম্প বলেছিলেন, তিনি নিজের আয়কর রিটার্ন জনসমক্ষে প্রকাশ করবেন না। ফলে তার এই অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে তদন্তে। এখন শুক্রবার তার আয়কর রিটার্নের কিছু অংশ প্রকাশ হচ্ছে। এসব রিটার্ন ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ের। এর মধ্যে ২০১৫ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। ট্রাম্পের ক্ষমতায় থাকা সময়ের এটাই হবে প্রথম আনুষ্ঠানিক আর্থিক রেকর্ড। এ বিষয়ে ট্রাম্পের মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি

শেয়ার করুন