বাইডেন প্রশাসনের বেশ কয়েকজন সিনেটর বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত পাকিস্তানি অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত অবস্থা (টিপিএস) সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানে ভয়াবহ বন্যা হওয়ায় এ আহ্বান জানিয়েছেন তারা। এই সুবিধা দেওয়া হলে পাকিস্তানি অভিবাসীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।
দুই ডেমোক্রেটিক- ক্যালিফোর্নিয়ার সিনেটর দিয়ানে ফেইনস্টেইন এবং নিউইয়র্কের সিনেটর কারস্টেন গিলিব্র্যান্ড গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখে বিষয়টি সামনে আনেন। তারা পাকিস্তানিদের টিপিএস সুবিধা দেওয়ার আহ্বান জানান।
এরপর থেকে আরও আইনপ্রণেতারা এই আহ্বানকে সমর্থন জানিয়েছেন। যারা এই চিঠিতে স্বাক্ষর করেছেন তারা হলেন: সিনেটর প্যাটি মুরে, ডিক ডারবিন, অ্যামি ক্লোবুচার, কোরি বুকার, মার্ক ওয়ার্নার, এলিজাবেথ ওয়ারেন, বার্নি স্যান্ডার্স, ক্রিস ভ্যান হোলেন, বব ক্যাসি এবং টিনা স্মিথ। তারা সবাই সিনিয়র সিনেটর এবং তাদের মধ্যে কয়েকজন শক্তিশালী সিনেট কমিটির প্রধানও আছেন।
একটি বিবৃতিতে এসব সিনেটর বলেছেন, এ বছর অধিক বৃষ্টি ও বন্যায় পাকিস্তানের দুই-তৃতীয়াংশ পানির নিচে ডুবে যায় এবং ৩ কোটি ৩০ লাখ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা উল্লেখ করেছেন এমন পরিস্থিতির কারণে অনেক অঞ্চল বসবাসের অনুপযুক্ত ও অনিরাপদ হয়ে পড়েছে এবং এতে প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। সূত্র: দ্য ডন অনলাইন