নিউইয়র্ক     শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টানা তিন মাস কমেছে চ্যাটজিপিটির ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ০২:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ০২:৩৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
টানা তিন মাস কমেছে চ্যাটজিপিটির ব্যবহার

ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির জনপ্রিয়তা কি কমেছে? চালুর পর সারা দুনিয়ায় আলোচনার ঝড় তুললেও সাম্প্রতিক সময়ে পরপর কয়েক মাসে কমেছে এর ট্রাফিক। এরপর এমন মন্তব্য করছেন অনেকেই।

রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, গত আগস্ট পর্যন্ত টানা তিন মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এ পরিষেবার ব্যবহারকারী কমেছে। গত মাসে চ্যাটজিপিটির ওয়েবসাইটে ট্রাফিক কমেছে ৩ দশমিক ২ শতাংশ। অর্থাৎ ১৪৩ কোটি ভিজিটর পেয়েছিল চ্যাটজিপিটি। যা আগের দুইমাসের তুলনায় প্রায় ১০ শতাংশ কম। এর আগে মার্চ থেকে ওয়েবসাইট ব্যাবহারের সময়ও কমতে শুরু করেছে। ওই সময় ব্যবহারের গড় সময় ছিল ৮ দশমিক ৭ মিনিট। যা আগস্টে নেমে এসেছে ৭ মিনিটে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী চ্যাটজিপিটির ট্রাফিক কমলেও সেপ্টেম্বরে শুধু যুক্তরাষ্ট্রে কিছুটা বেড়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, চলতি মাসে যুক্তরাষ্ট্রের কিছু বিদ্যালয় এ ওয়েবসাইট পুনরায় ব্যবহারের অনুমতি দিয়েছে।

অল্প বয়সী শিক্ষার্থীরা চ্যাটজিপিটি ব্যবহার করে বাড়ির কাজ তৈরি করে এমন কথা আসলে গল্পের মতো বলে মন্তব্য করেছেন সিমিলারওয়েবের ডেভিড এফ কার। তিনি মনে করেন, আগের মাসগুলোতে ব্যবহারকারীর সংখ্যা কিছুটা কমলেও আবার বাড়তে শুরু করেছে। এডিটিং থেকে শুরু করে কোডিং- দৈনন্দিন অনেক কাজেই ব্যাবহৃত হচ্ছে এ চ্যাটবট। এমনকি গল্প, কবিতার মতো সৃজনশীল লেখাও লিখছে। চ্যাটজিপিটি চালু হওয়ার মাত্র দুই মাসে ব্যবহারকারী দাঁড়ায় প্রায় ১০ কোটি। বর্তমানে এটি বিশ্বের শীর্ষ ৩০ ওয়েবসাইটের একটি।

শেয়ার করুন