নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জ্যাকসন হাইটস এর বেকারীতে ‘হালাল’ হ্যাম (শুয়োর) চীজ রুটি

পরিচয় রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২ | ০৩:৩৪ অপরাহ্ণ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২ | ০৩:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
জ্যাকসন হাইটস এর বেকারীতে ‘হালাল’ হ্যাম (শুয়োর) চীজ রুটি

সম্প্রতি চালু হওয়া জ্যাকসন হাইটস এর ৭১ স্ট্রীট ও ব্রডওয়ের উপর অবস্থিত একটি বেকারীতে ‘হালাল’ হ্যাম (শুয়োর এর মাংস) চীজ রুটি বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে বেকারীর কর্মচারীদের কাছে জানতে চাওয়া হলে তারা কিছু জানাতে পারবেন না বলে মালিকের সাথে যোগাযোগের অনুরোধ করেন। একাধিকবার ফোন করেও মালিককে পাওয়া যায়নি।

তবে জানা গেছে একজন মুসলিম বেকারীটির মালিক। কি উদ্দেশ্য এবং কেন মুসলমানদের জন্য নিষিদ্ধ হ্যাম বা শুয়োরের মাংসকে হালাল বলা হচ্ছে তা নিয়ে এবং বেকারীর শোরুমে উক্ত রুটি দেখে বিস্মিত ও ক্ষুদ্ধ হয়েছেন অনেকে।

শেয়ার করুন