নিউইয়র্ক     সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জো বাইডেনের সঙ্গে শেহবাজের বৈঠক হবে নিউ ইয়র্কে

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০১:৫৯ অপরাহ্ণ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০১:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
জো বাইডেনের সঙ্গে শেহবাজের বৈঠক হবে নিউ ইয়র্কে

ইমরান খানের সরকারের পতনের পর দৃশ্যত পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক উষ্ণ হয়েছে। এর মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দেয়ার সময় নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ খবর দিয়েছে অনলাইন দ্য নিউজ। এতে বলা হয়, ১৯শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন শেহবাজ। ৫ দিনের সফর শেষে দেশে ফিরবেন ২৪শে সেপ্টেম্বর।

এ সময় তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং বিশ্বব্যাংকের প্রধানদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তার সফরসঙ্গী হবেন কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের গুরুত্বপূর্ণ সদস্যরা। ২৩ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার শিডিউল আছে। সফরের সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী শেহবাজ ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির। তারা প্রেসিডেন্ট বাইডেনের দেয়া রাষ্ট্রপ্রধানদের জন্য আয়োজন করা নৈশভোজেও যোগ দেবেন। এর আগে এমন অভ্যর্থনার সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।
পরিচয়/সোহেল

শেয়ার করুন