নিউইয়র্ক     সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জীবন থেকে মুছে গেছে ছয় মাসের স্মৃতি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২ | ০৬:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ নভেম্বর ২০২২ | ০৬:৩৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
জীবন থেকে মুছে গেছে ছয় মাসের স্মৃতি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। মডেল হিসাবেও বেশ সফল তিনি। আকর্ষণীয় রূপ ও অভিনয় দক্ষতায় ধীরে ধীরে বলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করছেন তিনি। ২০১৬ সালে ‘এম এস ধোনি: দি আনটোল্ড স্টোরি’তে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।


ইদানিং তিনি বেশ আলোচিত জিমে ঘাম ঝরানোর জন্য। এছাড়াও টাইগার স্রফের সাথে সম্পর্কের জন্য নিয়মিতই সংবাদ শিরোনাম হন তিনি। ২০১৯ সালে অভিনেত্রীর সাথে মারাত্মক এক ঘটনা ঘটে যায়। যার ফলে ছয় মাসের জন্য স্মৃতি চলে যায় তার।


এক সাক্ষাৎকারে দিশা জানান, একটি ছবির শুটিং চলাকালীন মাথায় আঘাত পান তিনি। যার ফলে তার জীবন থেকে মুছে যায় ছয় মাসের স্মৃতি। স্মৃতি মুছে গেলেও সেই অভিজ্ঞতা মনে আছে দিশার। এক ভিলেন রিটার্নস সিনেমার ব্যর্থতার পর দিশার পরবর্তী সিনেমা সিদ্ধার্থ মালহোত্রার সাথে। সিনেমার নাম যোদ্ধা।

শেয়ার করুন