নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জামিন পেলেন ভোরের পাতার সম্পাদক

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২ | ০১:১০ অপরাহ্ণ | আপডেট: ০৭ নভেম্বর ২০২২ | ০১:১০ অপরাহ্ণ

ফলো করুন-
জামিন পেলেন ভোরের পাতার সম্পাদক

জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসান জামিন পেয়েছেন। আজ সোমবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ২০ হাজার টাকা বন্ডে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এর আগে, গত ১ নভেম্বর রাতে রাজধানীর গুলশান গুলশান-২ এলাকা থেকে কাজী এরতেজা হাসানকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল।

এরপর গত ২ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. মেহেদী হাসান আসামিকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শেষে গত ৪ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে আদালত সূত্র জানায়, মামলায় এজাহারভুক্ত আসামি না হওয়ায় আদালত কাজী এরতেজা হাসানের জামিন মঞ্জুর করেন।

জানা যায়, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়ার ভাই সাইফুল ইসলাম ভূইয়ার দায়ের করা মামলায় গত ১ নভেম্বর রাতে গুলশান-২ এর কার্যালয় থেকে এরতেজা হাসানকে গ্রেপ্তার করেছিল পিবিআই। মামলার বাদী সাইফুল ইসলাম ভূইয়া আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লি. এর উপ ব্যবস্থাপনা পরিচালক।

জমির দলিল জালিয়াতির অভিযোগে গত ১০ জানুয়ারি ঢাকার খিলখেত থানায় ওই মামলা হয়। এতে যে তিন জনকে আসামি করা হয়েছিল তার মধ্যে এরতেজার নাম ছিল না। তাকে গ্রেপ্তারের পর আদালতে দেওয়া পুলিশের ফরোয়ার্ডিং রিপোর্টে বলা হয়, মামলার অভিযোগে সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন