নিউইয়র্ক     শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় আইডির পরিবর্তে পাসপোর্ট কেন নয়, হাইকোর্টে রীটের উদ্যোগ

পরিচয় রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ০১:৫০ অপরাহ্ণ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ০১:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
জাতীয় আইডির পরিবর্তে পাসপোর্ট কেন নয়, হাইকোর্টে রীটের উদ্যোগ

প্রবাসী বাংলাদেশী যারা এখনো বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করেন তারা কেন বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের জন্য নির্বাচন কমিশনের ইস্যু করা ন্যাশনাল আইডির পরিবর্তে পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না প্রশ্ন তুলেছেন নিউ ইয়র্ক প্রবাসী বিশিষ্ট রিয়েল এষ্টেট ইনভেষ্টর মোহাম্মদ আনোয়ার হোসেন।

যেহেতু প্রবাসে অবস্থান করে জাতীয় আইডি কার্ড পাওয়া সম্ভব নয় সেহেতু নাগরিকত্ব প্রমাণের জন্য পাসপোর্ট ব্যবহারের সুযোগ থাকা উচিত বলে মনে করেন তিনি। এই সমস্যার সুরাহার লক্ষ্যে তিনি ঢাকায় হাইকোর্টে রীট করার উদ্যােগ নিয়েছেন বলে জানান। ইতোমধ্যে ঢাকায় দুইজন আইনজীবীর সাথে তাঁর যোগাযোগ হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র তৈরীর কাজ শুরু হয়েছে।

পরিচয়/টিএ

শেয়ার করুন