নিউইয়র্ক     মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘জাতপ্রথা’ নিষিদ্ধ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৫২ অপরাহ্ণ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
‘জাতপ্রথা’ নিষিদ্ধ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়

জাতিগত বৈষম্য নিষিদ্ধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আইনসভা একটি বিল অনুমোদন করেছে। এখন গভর্নর সই করলেই বিলটি আইনে পরিণত হবে। গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ৩১-৫ ভোটে পাস হওয়া বিলটি আনেন ডেমোক্রেটিক স্টেট সিনেটর আয়েশা ওয়াহাব। আইনপ্রণেতারা বলেছেন, অন্যায় আচরণের শিকার হওয়া দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের সুরক্ষা দিতে এ উদ্যোগ।

পাঁচজন রিপাবলিকান স্টেট সিনেটর এই আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তাদের যুক্তি হলো, এর মধ্যেই রাষ্ট্রীয় আইনের অধীনে বৈষম্য অবৈধ। ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউজমের অফিস বলেছে, বিলটি ডেস্কে পৌঁছালে তিনি মূল্যায়ন করবেন।

গত ফেব্রুয়ারিতে প্রথম মার্কিন শহর হিসেবে জাতপ্রথা নিষিদ্ধ করে সিয়াটল। তবে প্রথম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়ায় এ ধরনের নিষেধাজ্ঞা আইনে পরিণত হতে যাচ্ছে।

ভারতে বর্ণপ্রথা তিন হাজার বছরেরও বেশি পুরনো। হিন্দু সমাজকে কঠোর শ্রেণিবদ্ধ গোষ্ঠীতে বিভক্ত করে এই প্রথা। তবে ১৯৪৮ সালে আইন করে বর্ণ বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। খবর বিবিসির।

শেয়ার করুন