নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ছয় বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৩ | ০৭:১৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ মে ২০২৩ | ০৭:১৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
ছয় বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত

এসএসসি পরীক্ষা ক্রেন্দ্র। ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি ও সমমানের ছয় বোর্ডের আগামী রবি (১৪ মে) ও সোমবারের (১৫ মে) পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (১২ মে) এক অফিস আদেশে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে সই করেছেন কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

আদেশে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’-এর কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষা ২০২৩-এর কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডের অধীন আগামী ১৪/০৫/২০২৩ ও ১৫/০৫/২০২৩ তারিখ রবিবার এবং সোমবারের অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই শিক্ষাবোর্ড ছাড়া বাকি বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিস্তারিত জানিয়ে দেয়া হবে। সূত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন