নিউইয়র্ক     সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২ | ১২:০৭ অপরাহ্ণ | আপডেট: ২২ অক্টোবর ২০২২ | ১২:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

ব্যাটসম্যানরা ঝড় তোলার পর বোলাররাও দাপট দেখালেন। ম্যাচে দেখা গেল দুর্দান্ত ফিল্ডিংও। তাতে রীতিমতো উড়ে গেল টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের কাছে কোনো পাত্তাই পায়নি অজিরা। শনিবার সিডনি ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ৮৯ রানে জয় পেয়েছে কিউইরা।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০০ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাব নিজেদের ম্যাচে বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেটে হারায় অচজিরা। শেষ পর্যন্ত ১৭.১ ওভারে ১১১ রানে সব উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে প্রতিবেশী দেশটির কাছে এটাই সবচেয়ে বড় হার অ্যারন ফিঞ্চদের। দিনের অপর ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও আফগানিস্তান।

শেয়ার করুন