নিউইয়র্ক     সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চেলসিকে হারিয়ে ফের শীর্ষে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২ | ০৪:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ নভেম্বর ২০২২ | ০৪:৩৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
চেলসিকে হারিয়ে ফের শীর্ষে আর্সেনাল

ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে আর্সেনাল। গতকাল রবিবার (৬ নভেম্বর) চেলসিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে তারা। আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল মাগালেস। এর আগে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলো ম্যানচেস্টার সিটি।

গতকাল ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজেও ম্যাচটা নিজেদের করে নিতে ব্যর্থ হয় চেলসি। চলতি মৌসুমে ছন্দহীন থাকা চেলসি আর্সেনালের বিপক্ষেও তেমন বড় কোনো আক্রমণ করতে পারেনি। ম্যাচের প্রথমার্ধের অধিকাংশ সময়ই আধিপত্য বিস্তার করে খেলে আর্সেনাল। তবে প্রথমার্ধে গোল করার মতো কোন আক্রমণ তৈরি করতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করে আর্সেনাল। ম্যাচের ৬৩তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল গোল করে দলকে এগিয়ে নেন। পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে মাত্র পাঁচটি শট নেয়া চেলসি ম্যাচের বাকি সময়েও কোনো গোল করতে না পারলে পরাজয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। ১৩ ম্যাচে ছয় জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে অবস্থান চেলসির।

শেয়ার করুন