নিউইয়র্ক     রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চীন-রাশিয়ার সাথে যোগ দিলো ইরান

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২ | ১০:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ | ১০:৪১ পূর্বাহ্ণ

ফলো করুন-
চীন-রাশিয়ার সাথে যোগ দিলো ইরান

ছবির বাঁ দিক থেকে ভ্লাদিমির পুতিন, শি জিনপিং ও ইব্রাহিম রাইসি। ছবি: এএফপি

মধ্য এশিয়ার নিরাপত্তা সংস্থা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) এর স্থায়ী সদস্য হওয়ার জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে ইরান। এর মাধ্যমে দেশটি চীন-রাশিয়ার ব্লকে আনুষ্ঠানিকভাবে যোগ দিলো।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

হোসেইন আমিরাবদুল্লাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এসসিও’র পূর্ণ সদস্যের জন্য নথিতে স্বাক্ষর করেছে ইরান। এর মাধ্যমে ইরান বিভিন্ন অর্থনৈতিক, বাণিজ্যিক, ট্রানজিট ও জ্বালানি সহযোগিতার নতুন পর্বে প্রবেশ করেছে।

এমন সময় দেশটি এ তথ্য প্রকাশ করল, যখন এসসিও’র শীর্ষ সম্মেলনের যোগ দিতে চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের নেতারা যাচ্ছেন সমরকন্দে।

মূলত মধ্য এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব করতেই চীন এবং রাশিয়ার নেতৃত্বে এসসিও গঠন করা হয়েছিল। বর্তমানে সংস্থাটির পর্যবেক্ষক দেশ হিসেবে রয়েছে, আফগানিস্তান, বেলারুশ ও মঙ্গোলিয়া।

এর আগে গত বছর দ্রুত সম্প্রসারিত এসসিও’তে যোগ দেওয়ার জন্য ইরানের আবেদন মঞ্জুর করা হয়েছিলো।

পরিচয়/টিএ

শেয়ার করুন