নিউইয়র্ক : গত ১৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭ টায় চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক এর উদ্দোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের ব্রুকলীনস্থ কার্যালয়চট্টগ্রাম ভবনে অনুষ্ঠিত হয়।
নবগঠিত অন্তর্বর্তী কালীন কমিটির সদস্য জনাব মাকসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং অন্তর্বর্তী কালীনকমিটির আরকে অন্যতম সদস্য আহসান হাবীবের পরিচালনায় উক্ত অনুস্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসাবেক ট্রাস্টী বোর্ড চেয়ারম্যানও সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী আজম, বীর মুক্তিযোদ্ধাও ট্রাস্টী বোর্ডের সাবেক কো চেয়ারম্যান মো শাহজাহান সিরাজী, সাবেকসভাপতি ও ট্রাস্টী বোর্ড চেয়ারম্যান মনিরআহমেদ, সাবেক সভাপতি সরোয়ার জামান সিপিএ, বীর মুক্তিযোদ্ধা ইন্জি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা রুহুলআমিন হোসেন, বিশিস্ট ব্যবসায়ী ও আজীবন সদস্য আবুল কাসেম ভুঁইয়া প্রমুখ।
অন্তর্বর্তী কালীন কমিটির সদস্য মোঃ নুরুল আনোয়ারের কোরান তেলোয়াতের মধ্যে শুরু হওয়া এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম সমিতির সাবেক সাধারন সম্পাদক ও অন্তর্বর্তী কালীন কমিটির অন্যতম সদস্যমেহবুবর রহমান বাদল, চট্টগ্রাম সমিতির সাবেক সাধারন সম্পাদক ও অন্তর্বর্তী কালীন কমিটির অন্যতম সদস্য মোআবু তাহের, বিশিস্ট রাজনীতিবিদ খোরশেদ খন্দকার প্রমুখ।
স্বাধীনতা সংগ্রামে নিহত শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেকসভাপতি ও ট্রাস্টী বোর্ড চেয়ারম্যান মনির আহমেদ
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক, অন্তর্বর্তী কালীন কমিটির সদস্য – যথাক্রমে মীর তাদের রাসেল মোহাম্মদ সুমন উদ্দীন, মোহাম্মদ জয়নালআবেদিন আতিক, ইকবাল হোসেন ভুঁইয়া, ও মোহাম্মদ হারুন, চট্রগ্রাম সমিতির সাবেক কর্মকর্তা, মোহাম্মদআরিফুল ইসলাম, ইকবাল হোসেন, মেজবাহ উদ্দীন , মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আক্তার,
আরো উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব মোহাম্মদ সেলিম, নাজিম উদ্দীন, বিশিস্টব্যবসায়ী জসিম উদ্দীন, মো শওকত হোসেন, মোহাম্মদ আজম, বদিউল আলম, মোহাম্মদ আলী, মোহাম্মদইউসুফ, নিখিল বডুয়া সহ অসংখ্য চট্টগ্রামবাসী।
সভায় বক্তারা বলেন, বিজয়ের ৫১ বছর পরও বাংলাদেশের স্বাধীনতার মুল লক্ষ্য অর্জিত হয়নি ২২ পরিবারেরবিরুদ্ধে সেদিন যুদ্ধ করলেও আজ বাংলাদেশে ২২ হাজার লুটেরা পরিবারের জন্। নিয়েছে।জাতীর সামনে আজওপর্যন্ত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রকাশিত হয়নি, মুক্তিযোদ্ধারা আরো বলেন ১৯৭১ সালে বাংলাদেশের গরিবমেহনতি মানুষের সন্তানরাই মুক্তিযুদ্ধ করে এদেশ স্বাধীন করেছিল কিন্তু ধনিক শ্রেনীর কোন সন্তান যুদ্ধে অংশ নানিলেও আজ তারাই স্বাধীনতার ধারক বাহক হিসেবে নিজেরদেরকে বুঝাতে চাই এবং বাংলাদেশকে আজ তারাইলুট করছে সভাপতি মাকসুদুল হর চৌধুরী তার বক্তব্যে নবগঠিত অন্তর্বর্তী কালীন কমিটির কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ননা দেনএবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পরিশেষে বাংলাদেশ বেতারের শিল্পী আলী মাহমুদের সংগীত পরিবেশনাও নৈশ ভোজের মাধ্যমে অনুস্টানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে